জাহিনুর ইসলাম, বিরামপুর প্রতিনিধি, দিনাজপুর, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান শারদীয় দুর্গাপূজা উদযাপনে নিরাপত্তা ও শান্তি শৃংখলা বজায় রাখতে দিনাজপুর-৬ আসনের চারটি (বিরামপুর, নবাবগঞ্জ, হাকিমপুর ও ঘোড়াঘাট) উপজেলার ১৬০টি পূজা মণ্ডপে ব্যক্তিগত অর্থায়নে ক্লোজড সার্কিট (সিসিটিভি) ক্যামেরা উপহার দিয়েছেন স্থানীয় সংসদ সদস্য শিবলী সাদিক। রবিবার (২ অক্টোবর) বিরামপুর সরকারি কলেজে চার উপজেলা থেকে আগত পূজা উদযাপন কমিটির সভাপতি ও সম্পাদকদের হাতে এ উপহার তুলে দেন তিনি। পরে সংসদ সদস্য শিবলী সাদিক হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দদের সঙ্গে কুশল বিনিময় এবং শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানান। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পরিমল কুমার সরকার, বিরামপুর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) এ,কে এম ওহিদুন্নবী, সরকারি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) অদৈত কুমার, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নুর আলম, একাডেমিক সুপারভাইজার আব্দুস সালাম, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শান্ত কুন্ডু, রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন উপজেলা থেকে আগত হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]
© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত