মশাহিদ আহমদ, নিজস্ব প্রতিনিধি, মৌলভীবাজার, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: মৌলভীবাজারে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তির জন্য গরিব ও দুস্থ পরিবারের মাঝে নিজ উদ্যোগে বস্ত্র বিতরণ করা হয়েছে শহরের দিল্লী রেস্টুরেন্ট এর হলরুমে আজ বিকালে। মৌলভীবাজার জেলা স্বেচ্ছাসেবক দল জেলা শাখার মহিলা বিষয়ক সম্পাদক, জেলা শাখার মহিলা দলের অন্যতম নেত্রী, জিয়া সাংস্কৃতিক সংগঠন ( জিসাস), জেলা শাখার সাংগঠনিক ও তৃণমূল নারী উদ্যোক্তা সোসাইটি ( গ্রাসরুটস), জেলা শাখার সভাপতি শ্যামলী সূত্রধর এর নিজ অর্থায়নে আয়োজিত অনুষ্ঠানে প্রায় ৫০টি দুস্থ পরিবারের মধ্যে তিনি এসব বিতরণ করেন। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- মহিলা নেত্রী পরিধা আক্তার শেফালী, শোয়ারা আক্তার, রোহেনা আক্তার ও আলেয়া খানম প্রমুখ।
প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]
© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত