জাহিনুর ইসলাম, বিরামপুর প্রতিনিধি, দিনাজপুর, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: দিনাজপুরের বিরামপুরে ঢাকাগামী কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় মমতাজ হোসেন (৪৭) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০ টার দিকে বিরামপুর পৌর শহরের বেগমপুর মোড়ের পাশে এ দুর্ঘটনা ঘটে। নিহত মমতাজ হোসেন (৪৭) বিরামপুর পৌর শহরের বেগমপুর গ্রামের মৃতঃ নজির উদ্দিন ছেলে। পরিবারের বরাতদিয়ে পার্বতীপুর রেলওয়ে পুলিশের উপ-পরিদর্শক
(এসআই) দেওয়ান জিয়া বলেন, নিহত মমতাজ হোসেন দীর্ঘদিন ধরে ইডিমা (পানি ধরে সম্পূর্ণ শরীরিল ফুলা) ও কিডনি রোগে ভুগছিলেন। বৃহস্পতিবার সকালে বাড়ির অদূরে একাই ঘুরতে গিয়ে রেললাইনের ওপর বসে ছিলেন। এসময় ঢাকাগামী কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ছিটকে পড়ে তার মৃত্যু হয়। তিনি বলেন, নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। কোন অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]
© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত