ঢাকা, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: বারিধারা স্কলার্স ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ (বিএসআইএসসি) এর বার্ষিক বিজ্ঞান মেলা-২০২২ বুধবার (২৮-৯-২০২২) স্কুল প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় । বিএসআইএসসি এর পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল এস এম শামসুল সালেকিন, পিএসসি, কমান্ড্যান্ট, সিওডি উপস্থিত থেকে এ মেলার উদ্ভোধন করেন। বিএসআইএসসি এর পরিচালনা পর্ষদের চেয়ারম্যান প্রতিষ্ঠানের অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল শেখ শরিফুল ইসলাম, পিএইচডি (অব:) ও আমন্ত্রিত অতিথিদের নিয়ে এ মেলায় প্রদর্শিত সবগুলো প্রজেক্ট ঘুরে দেখেন এবং বিজ্ঞানমনা শিক্ষার্থীদের সাথে প্রদর্শিত প্রজেক্টগুলো সম্পর্কে মতবিনিময় করেন। মেলা পরিদর্শন শেষে প্রধান অতিথি তাঁর সংক্ষিপ্ত বক্তৃতায় বিজ্ঞানমনা শিক্ষার্থীদের বিজ্ঞানভিত্তিক, সৃষ্ঠিধর্মী প্রতিভা এবং চিন্তাচেতনার ভূয়সী প্রশংসা করেন। এ ছাড়াও ছাত্র-ছাত্রীদের অভিভাবক ও অতিথিবৃন্দ এ মেলা ঘুরে দেখেন এবং শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করে এ মেলায় প্রদর্শিত প্রজেক্ট সমূুহের গুণগত মানের অধিকতর প্রশংসা করেন ।
উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিভিন্ন উচ্চ পদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তাবৃন্দ।
প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]
© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত