মশাহিদ আহমদ, নিজস্ব প্রতিনিধি, মৌলভীবাজার, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন:কুলাউড়ায় বিপুল পরিমাণ ভারতীয় মদসহ ব্যবসায়ীকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এর সদস্যরা। আটক ব্যবসায়ীর নাম রাজেন পাপাই (৩১)। সে কুলাউড়ায় বরমচল চা-বাগান মিশন এলাকার মৃত পরিমল নিয়ালাং এর পুত্র। বুধবার মৌলভীবাজার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয় এর উপ-পরিচালক মোহাম্মদ হাবীব তৌহিদ ইমাম এর সার্বিক তত্ত্বাবধানে, পরিদর্শক অমর কুমার সেন এর নেতৃত্বে ও বিভাগীয় রেইডিং টিম কুলাউড়ায় বরমচল চা-বাগান মিশন এলাকায় অভিযান চালিয়ে ৯০বোতল ভারতীয় মদসহ তাকে গ্রেফতার করে। গ্রেফতারের পর তার বিরুদ্ধে কুলাউড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সংশ্লিষ্ট নিয়মিত মামলা করা হয়েছে।
প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]
© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত