আলহাজ্ব বুলবুল চৌধুরী, নিজস্ব প্রতিনিধি, নওগাঁ, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: নওগাঁর পত্নীতলায় উপজেলা ছোট চাঁদপুর গ্রামে সাপের কামড়ে তাপস মহন্ত (৩৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মৃত তাপস মহন্ত নজিপুর পুরাতন বাজার এলাকার ব্যবসায়ী ছোট চাঁদপুর গ্রামের সন্তোষ মহন্তের ছেলে। সূত্রে জানা গেছে, সোমবার বিকেলে ছোট চাঁদপুর গ্রামের নিজ বাড়িতে খড়ের পালার পার্শ্ব দিয়ে চলাফেরা করছিল। এ সময় তাকে সাপে কামড় দেয়। পরে তাকে পত্নীতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে। পরে রাজশাহী যাবার পথে সন্ধ্যা আনুঃ সাড়ে ৭টার দিকে তাপসের মৃত্যু হয়। মঙ্গলবার তাপসের মরদেহ পারিবারিক ভাবে সমাহিত করা হয় বলে জানা গেছে।
প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]
© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত