মশাহিদ আহমদ, নিজস্ব প্রতিনিধি, মৌলভীবাজার, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: মৌলভীবাজার সদর উপজেলার ৯নং আমতৈল ইউনিয়নের দক্ষিণ চমৎকার গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় মাসুমা আক্তার (১২) নামে এক স্কুল ছাত্রী আহত হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগী কবির মিয়া বাদী হয়ে একই এলাকার মকলিছ মিয়া (৫০), বাদল মিয়া (১৮), সুমন মিয়া (২৭), সালমা বেগম (২৯)দের আসামী উল্লেখ করে মৌলভীবাজার মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। সোমবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে এ সংবাদ লেখা পর্যন্ত আহত মাসুমা আক্তার মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। মৌলভীবাজার মডেল থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে। সূত্র জানায়, গত ২১ সেপ্টেম্বর মাসুমা প্রাইভেট পড়তে যায়। এ সময় পান্না আক্তার নামীয় অপর এক ছাত্রী তাকে লেখা দেখাতে বলে। সে অপারগতা প্রকাশ করলে দুই ছাত্রীর মধ্যে ঝগড়া শুরু হয়। পরবর্তীতে পান্না আক্তার তার অভিভাবককে উক্ত ঘটনা জানালে উভয়ের মধ্যে তর্কাতর্কি হয়। এ সময় মাসুমাকে এলোপাথাড়ি কিল ঘুষি মেরে মাটিতে ফেলে জখম করে। তাকে রক্ষা করতে অন্যান্য লোকজন এগিয়ে আসলে তাদের উপরও হামলা করে বলে জানা গেছে।
প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]
© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত