নিজস্ব প্রতিনিধি, চুয়াডাঙ্গা, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: চুয়াডাঙ্গার জীবননগরে যাত্রীবাহী বাস ও পাখি ভ্যানের (ব্যাটারি চালিত ভ্যানগাড়ি) মুখোমুখি সংঘর্ষে মোতালেব হোসেন (৫২) নামে এক পাখি ভ্যান চালক নিহত হয়েছেন। সোমবার দুপুর ১২ টার দিকে জীবননগর উপজেলার বৈদ্যনাথপুর গ্রামে মসজিদের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত মোতালেব হোসেন বৈদ্যনাথপুর গ্রামের শ্বশুর সারু হোসেনের বাড়ীতে ঘরজামাই হিসেবে বসবাস করতেন। জীবননগর থানার অফিসার ইনচার্জ আব্দুল খালেক জানান, ঘটনার সময় মোতালেব হোসেন অন্যান্য দিনের মত কাজ শেষে পাখি ভ্যান নিয়ে জীবননগর থেকে বাড়ী ফিরছিলেন। এ সময় বৈদ্যনাথপুর গ্রামের মসজিদের সামনে পৌঁছুলে বিপরীত দিক থেকে আশা একটি দ্রুতগামী যাত্রীবাহী বাস (চুয়াডাঙ্গা জ-১১-০০১১) তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে উত্তেজিত জনতা বাসটি ভাংচুর করে। তিনি আরও জানান, ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। জব্দ করা হয়েছে বাসটি। নিহত পরিবারের সদস্যদের কোন অভিযোগ না থাকায় দাফনের জন্য লাশ তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।
প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]
© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত