বিধান দাস, নিজস্ব প্রতিনিধি, ঠাকুরগাঁও, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: ঠাকুরগাঁওয়ে জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মাদক বিরোধী অভিযানে ২৩০ বোতল ফেনসিডিল ও মাদক বিক্রির নগদ এক লক্ষ টাকা সহ অলিতারানী বালা(৪২) নামে এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। শনিবার দুপুরে বালিয়াডাঙ্গী উপজেলার হরিপুর কাটাবাড়ি গ্রামে অভিযান চালিয়ে তার নিজ বাসা থেকে আটক করে জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। আটক মাদক ব্যবসায়ী ওই এলাকার রাজ্যপালের স্ত্রী।
মাদক ও নগদ টাকাসহ নারী মাদক ব্যবসায়ী আটকের বিষয়টি নিশ্চিত করেছেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারি পরিচালক সৌমিক রায়। জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো: ফরহাদ আকন্দ জানান, গোপন সংবাদে জানতে পেরে বালিয়াডাঙ্গী উপজেলার হরিপুর কাটাবাড়ি গ্রামে মাদক বিরোধী এক অভিযান পরিচালনা করা হয়। এসময় ২৩০ বোতল ফেনসিডিল ও মাদক বিক্রির নগদ এক লক্ষ টাকা সহ অলিতারানী বালা (৪২) নামে এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। এ ঘটনায় বালিয়াডাঙ্গী থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।
প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]
© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত