ময়মনসিংহ ব্যুরো, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: ময়মনসিংহের ফুলবাড়িয়ায় বেগুন ক্ষেতে কাজ করার সময় হঠাৎ বৃষ্টির সাথে বজ্রপাতে আকবর আলী (৬৫) নামে এক কৃষক নিহত হয়েছেন। এ ঘটনায় আল আমিন (৩৫) নামে একজন আহত হয়েছেন। আহত আল আমিন সম্পর্কে নিহত আকবর আলীর মেয়ের জামাই। বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যার দিকে ফুলবাড়িয়া উপজেলার রাধাকানাই ইউনিয়নের পলাশতলী দড়িপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত আকবর আলী ওই এলাকার উসমান আলীর ছেলে। রাধাকানাই ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আমিনুল এহসান উজ্জল এ সত্যতা নিশ্চিত করে বলেন, ‘আকবর আলী ও আল আমিন বাড়ির পাশে বেগুন ক্ষেতে কাজ করছিলেন। এ সময় হঠাৎ বৃষ্টি ও বজ্রপাত শুরু হলে বজ্রপাতে আকবর আলী মারা যায়। এ সময় আল আমিন গুরুতর আহত হলে তাকে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে আল আমিনের অবস্থার অবনতি হলে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে বলেও জানান তিনি।’
প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]
© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত