মোঃ আশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ সীমান্তে বিজিবি-বিএসএফ মৈত্রী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। বুধবার রাতে ৫৯ বিজিবি ব্যাটালিয়ন থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে বিকালে সোনামসজিদ বিওপির বিপরীতে ৭০ ব্যাটালিয়ন বিএসএফের ভারতের অভ্যন্তরে পিঁয়াজবাড়ী হাইস্কুল মাঠে এ মৈত্রী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। খেলায় ৩-১ গোলে বিজিবি দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় বিএসএফ দল। এতে প্রধান অতিথি ছিলেন বিএসএফ মালদা সেক্টর কমান্ডার ডিআইজি শ্রী সুধির হুদা। বিজিবি দলের পক্ষে ছিলেন রাজশাহী সেক্টর কমান্ডার কর্নেল আনোয়ার লতিফ খান। এছাড়াও বিএসএফের পক্ষে উপস্থিত ছিলেন মালদা সেক্টরের ৪ কমান্ড্যান্ট, বেরহামপুর সেক্টরের ৩ কমান্ড্যান্ট, ৬ স্টাফ অফিসার ও একজন কোম্পানি কমান্ডার। বিজিবির পক্ষে রাজশাহী ১ ব্যাটালিয়ন রংপুর রিজিয়নের পরিচালক, নওগাঁ ১৬ বিজিবি, চাঁপাইনবাবগঞ্জ ৫৩, ৫৯ অধিনায়ক ও কোম্পানি কমান্ডাররা উপস্থিত ছিলেন। খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার আপ দলের মাঝে ট্রফি ও মেডেল তুলে দেয়া হয়। মৈত্রী ফুটবল ম্যাচের মাধ্যমে উভয় সীমান্ত-রক্ষী বাহিনীর মধ্যে পারস্পারিক সৌহাদ্যপূর্ণ সম্পর্ক, আস্থা ও বন্ধুত্বপূর্ণ সু-সম্পর্ক বৃদ্ধি পায় দাবি আয়োজকদের।
প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]
© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত