আম্মান (জর্ডান), ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন:জর্ডানে বাংলাদেশ দূতাবাস জর্ডানের পোশাক মালিকদের সংগঠন (JGATE), পোশাক কারখানার মালিক, নিয়োগকারী এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে এক সেমিনারের আয়োজন করে। দূতাবাসের সভা কক্ষে এ সেমিনার অনুষ্ঠিত হয়। JGATE –এর চেয়ারম্যান, সিইও, পরিচালনা পর্ষদের সদস্য, বিভিন্ন পোশাক কারখানার মালিক ও তাদের প্রতিনিধি এবং নিয়োগকারীগণ সেমিনারে অংশগ্রহণ করেন। রাষ্ট্রদূত নাহিদা সোবহান বলেন, জর্ডানে বাংলাদেশি পোশাক শ্রমিকরা বাংলাদেশ ও জর্ডানের অর্থনীতিতে বিশেষ ভূমিকা রাখছে। এর ফলে বাংলাদেশেও জর্ডানের শ্রম বাজার সম্পর্কে একটি উন্নত ধারণা তৈরি হয়েছে। তিনি কোভিডকালীন জর্ডান থেকে একজন শ্রমিককেও বাধ্যতামূলক ফেরত না পাঠানোর বিষয়ে দূতাবাসের অনুরোধ রক্ষা করায় কোম্পানিগুলোকে ধন্যবাদ জানান। তিনি আরো বলেন, একুশ শতকের চ্যালেঞ্জ মোকাবিলায় দক্ষ শ্রমবাজার সম্প্রসারণে বাংলাদেশ বদ্ধপরিকর।
প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]
© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত