মশাহিদ আহমদ, মৌলভীবাজার জেলা প্রতিনিধি, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: কমলগঞ্জ সাব রেজিস্টার অফিসে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) দুদক সমন্বিত জেলা কার্যালয় হবিগঞ্জ থেকে ৪ সদস্যের একটি টিম অভিযান পরিচালনা করেন। দুদক এনফোর্সমেন্ট ইউনিট থেকে ৫টি অভিযোগের বিষয়ে (১টি অভিযান, ৪টি দপ্তরে পত্র প্রেরণ) পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। বুধবার (২১ সেপ্টেম্বর) দুদক সমন্বিত জেলা কার্যালয় হবিগঞ্জ এর উপ পরিচালক কামরুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন। সূত্রে জানা গেছে, দুদক হটলাইন-১০৬ এ প্রাপ্ত অভিযোগের প্রেক্ষিতে কমলগঞ্জ সাব রেজিস্টার অফিসে দুদক এর ৪ সদস্যের একটি টিম অভিযান চালায়। অভিযান চলাকালে অভিযোগ সংশ্লিষ্ট রেকর্ডপত্র পর্যালোচনা করা হয় এবং ওই অফিসের কতিপয় নকল নবিশদের কাছে অব্যাখ্যায়িত নগদ অর্থ পাওয়া যায়। দুদক এই বিষয়ে সাব রেজিস্টারকে জিজ্ঞাসাবাদ করলে তিনি সংশ্লিষ্টদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে মর্মে টিমকে নিশ্চিত করেন। দুদক টিম সরেজমিনে পরিদর্শনে লক্ষ্য করেন, সাব রেজিস্টার অফিসের প্রত্যেকের কক্ষ সিসি ক্যামেরার আওতাভুক্ত থাকলেও অভিযোগ সংশ্লিষ্ট টিসি সিসি ক্যামেরার বাহিরে রয়েছে। অভিযোগ সংশ্লিষ্ট বিষয়াদির সত্যতার বিষয়টি অভিযান পরিচালনাকারী টিমের কাছে প্রাথমিকভাবে সত্য বলে প্রতীয়মান হওয়ায় দুদক টিম শীঘ্রই বিস্তারিত প্রতিবেদন কমিশনে দাখিল করবেন বলে এ প্রতিবেদককে নিশ্চিত করেন।
প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]
© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত