মশাহিদ আহমদ, মৌলভীবাজার জেলা প্রতিনিধি, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: জুড়ীতে যোগিমুরা পোস্ট অফিস শিলুয়া বাজার সংলগ্ন পুরাতন শ্মশানালয়ে মাটি ভরাট করে দোকান করার চেষ্টা অভিযোগ উঠেছে। অভিযোগ সূত্রে জানা যায়, ওলির ঘাট গোয়ালবাড়ী এলাকার ইসলাম উদ্দিন, রবি মিয়া, পশ্চিম শিলুয়া গ্রামের নজরুল ইসলাম, আব্দুল ছমেদ ও বেলাল মিয়াগংরা শ্মশানালয়ে মাটি ভরাট করে দোকান করার চেষ্টা করছেন। ভুক্তভোগী দিবেন্দু দেব টলু জানান, ইসলাম উদ্দিনগংরা আমাদের শ্মশানালয়ে মাটি ভরাট করতেছে। প্রতিবাদ করায় হুমকি প্রদান করছেন। বিষয়টি স্থানীয় ৮নং গোয়ালবাড়ী ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল কাইয়ুমকে অবগত করেছি। তিনি আমাকে আইনের আশ্রয় গ্রহণ করতে পরামর্শ দিয়েছেন। কিন্তু ভয়ে সেই সাহস পাচ্ছিনা। তিনি আরও জানান, তাদের বিরুদ্ধে কিছুদিন আগে দণ্ড বিধি ১০৭ ধারায় মামলা করায় প্রতিশোধ পরায়ণ হয়ে পুনরায় আমার দুটি আকাশ মনি গাছ, ছবি ধারণ করা মোবাইল(SAMSUNG GALAXY J2) ছিনিয়ে নেয়। আমি প্রশাসনসহ বিভিন্ন সংগঠনের সহযোগিতা কামনা করছি।
প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]
© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত