ডিজার হোসেন বাদশা, পঞ্চগড় জেলা প্রতিনিধি, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: পঞ্চগড়ে অপরিচ্ছন্ন পরিবেশে খাবার তৈরি ও ফার্মেসীতে মেয়াদউত্তীর্ন ঔষধ রাখার দায়ে ২ ব্যবসা প্রতিষ্ঠানকে ৭ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) দুপুরে পঞ্চগড় শহরে অভিযান পরিচালনা করে তাদের এ জরিমানা করেন ভোক্তা অধিকারের পঞ্চগড় কার্যালয়ের সহকারী পরিচালক পরেশ চন্দ্র বর্মন। সূত্রে জানা যায়, নিয়মিত অভিযানের ভিত্তিতে বাজার তদারকি অভিযান পরিচালনা করা হয়। পঞ্চগড় বাজারে অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্য তৈরির অভিযোগে কুমিল্লা সুইটসকে ৫ হাজার টাকা ও মেয়াদ উত্তীর্ণ ঔষধ রাখার দায়ে দীপ্তি ফার্মেসীকে ২ হাজার টাকা সর্বমোট ২ ব্যবসা প্রতিষ্ঠানকে ৭ হাজার টাকা জরিমানা করা হয়।
প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]
© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত