মশাহিদ আহমদ, মৌলভীবাজার জেলা প্রতিনিধি, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: মৌলভীবাজারে ১৩৫০ পিস ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন, সদর উপজেলার পুদিনাপুর (নরিয়া মহাজন বাড়ী) আব্দুল মুহিত এর পুত্র গোলাম সারোয়ার (২৮), ১২ নং গিয়াসনগর ইউপি‘র গুমরা গ্রামের এমদাদ মিয়ার পুত্র মেহেদী হাসান ইমন (২৩) ও হবিগঞ্জ জেলার আজমিরিগঞ্জ থানার শিবপাশা গ্রামের মৃত শফিক মিয়ার পুত্র নাইম মিয়া (২২)। রবিবার (১৮ সেপ্টেম্বর) জেলা গোয়েন্দা শাখার বিশেষ অভিযানে এসআই (নি:) রূপক কর্মকার এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে মৌলভীবাজার সদর মডেল থানাধীন পৌরসভাস্থ হাফিজা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে এক হাজার তিনশ পঞ্চাশ পিস ইয়াবা ট্যাবলেট ও তাদের ব্যবহৃত একটি সিএনজি গাড়ীসহ আটক করে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।
প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]
© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত