হেলালী ফেরদৌসী, ঝিনাইদহ জেলা প্রতিনিধি, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: ক্রিকেটার আল আমিন হোসেনকে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ঝিনাইদহের শৈলকুপায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করছে তার স্ত্রীর পরিবার ও এলাকাবাসী। রবিবার বেলা ১১টায় শৈলকুপা উপজেলা পরিষদের সামনে এ মানববন্ধনের আয়োজন করে আলামিন হোসেনের স্ত্রী নুসরাত মিশুর স্বজন ও তার এলাকাবাসী। এতে নুসরাত মিশুর স্বজন, পরিবার সদস্যদের সাথে কয়েক শতাধিক এলাকাবাসী অংশ নেন।
মানববন্ধনে বক্তারা দীর্ঘদিন ধরে স্ত্রী মিশুর ওপর নির্যাতনের দৃষ্টান্তমূলক শাস্তি ও তাঁর দুই ছেলের ভরণ-পোষণের দাবি জানান। এ সময় উপস্থিত ছিলেন ৫ নম্বর কাঁচেরকোল ইউনিয়নের চেয়ারম্যান সালাউদ্দিন জোয়ার্দ্দার মামুন, আল আমিনের স্ত্রীর বাবা ছবিবর রহমানসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। স্থানীয় কাঁচেরকোল ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সালাউদ্দিন জোয়ার্দ্দার মামুন মানববন্ধনে অংশ নিয়ে বলেন, স্ত্রী নির্যাতনের যে অভিযোগ উঠেছে তা অবিলম্বে তদন্তসহ আল আমিনকে বিচারের আওতায় আনা হোক এবং বাংলাদেশ ক্রিকেটের ভাবমূর্তি রক্ষা করা হোক।
প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]
© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত