সনজিত কর্মকার, চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: চুয়াডাঙ্গার আলমডাঙ্গা পৌর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আল ইমরানকে কুপিয়ে হত্যার ঘটনায় প্রধান আসামী মাসুদ রানাকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার দুপুরে নিহতের পিতা আব্দুল জলিল ৬ জনের নাম ও অজ্ঞাত হিসেবে আরও ৪/৫ জনকে আসামী করে উল্লেখ করে আলমডাঙ্গা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। সেই মামলার প্রধান আসামী মাসুদ রানাকে কুষ্টিয়া থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতার মাসুদ রানা (২৫) গোবিন্দপুর নতুন বাস-স্ট্যান্ড পাড়ার বিল্লাল হোসেনের ছেলে। পুলিশ জানায়, হত্যাকাণ্ডের পর থেকেই অভিযুক্তদের ধরতে বিভিন্ন স্থানে অভিযান চালায় পুলিশ। অভিযানের এক পর্যায়ে মাসুদকে কুষ্টিয়া জেলা থেকে আটক করা হয়। আটকের পর শনিবার দুপুরে তাকে আমলী আদালতে তোলা হয়। আদালতের বিচারক তাকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন। মামলার তদন্তকারী কর্মকর্তা (এসআই) হাদীউজ্জামান জানান, গ্রেফতারকৃত প্রধান আসামী মাসুদ রানা বিজ্ঞ বিচারকের কাছে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দী প্রদান করেন। এছাড়া পুলিশের পক্ষ থেকে রিমান্ডের আবেদন করা হবে। বাকি আসামীদের ধরতে পুলিশি অভিযান চলছে। উল্লেখ্য, শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে আলমডাঙ্গা রেলস্টেশন এলাকার মাঠপাড়ায় পৌর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আল ইমরানকে মোবাইল-ফোনে ডেকে নিয়ে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। নিহত আল ইমরান রাজনৈতিক সংগঠনের জড়িত থাকার পাশাপাশি ইলেক্ট্রিশিয়ান হিসেবে কর্মরত ছিলেন।
প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]
© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত