সনজিত কর্মকার, চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: জেলার সীমান্তবর্তী নাস্তিপুর দিয়ে ভারতে পাচারের সময় ৫৮ টি স্বর্ণের বারসহ রকিবুল ইসলাম (৩৫) নামে এক পাচারকারীকে আটক করেছে চুয়াডাঙ্গা-৬ বিজিবি।
বৃহস্পতিবার দুপুর সাড়ে ৩ টায় চুয়াডাঙ্গা-৬ বিজিবি’র অধিনায়ক লে: কর্নেল শাহ মোঃ ইশতিয়াক এক সংবাদ সম্মেলনে জানান, বেলা ১১ টার দিকে নাস্তিপুর সীমান্ত দিয়ে বাংলাদেশ থেকে ভারতে স্বর্ণ পাচার করা হচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে বারাদী বিওপির হাবিলদার জুলহাস উদ্দিন বিজিবি’র টহল দল নিয়ে সীমান্তের ৭৯ নং পিলারের বাংলাদেশ অভ্যন্তরে নাস্তিপুর কবরস্থান কাছে অবস্থান নেন। এ সময় এক ব্যক্তি মোটরসাইকেল-যোগে সীমান্তের দিকে যেতে দেখে তাকে সন্দেহভাজন হলে বিজিবি চ্যালেঞ্জ করলে সে দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। বিজিবি’ সদস্যরা ধাওয়া করে দর্শনা নাস্তিপুর গ্রামের আব্দুল হাইয়ের ছেলে রকিবুল ইসলামকে আটকরা হয়। পরে তার ব্যবহৃত মোটরসাইকেল তল্লাসি করে সিট কভারের নীচে এয়ার ক্লিনার ফিল্টার বক্সের ভিতর থেকে কসটেপ দিয়ে মোড়ানো অবস্থায় ১১ টি প্যাকেটে ৫৮ টি স্বর্ণের বার (৯ কেজি ৮৬০ গ্রাম) উদ্ধার করা হয়। যার বর্তমান বাজার মূল্য ৬ কোটি ৬০ লাখ ৩৫ হাজার ৭৪০ টাকা। আটককৃতকে মামলাসহ দর্শনা থানায় হস্তান্তর করা হয়েছে। এদিকে উদ্ধারকৃত স্বর্ণের বারগুলো চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা দেয়া হয়েছে।
প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]
© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত