ইয়াকুব নবী ইমন, নোয়াখালী জেলা প্রতিনিধি, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: আসন্ন জেলা পরিষদের নির্বাচনে মনোনয়ন জমার শেষ দিনে নোয়াখালীতে চেয়ারম্যান, সাধারণ সদস্য ও সংরক্ষিত সদস্য পদে মনোনয়ন পত্র জমা দিচ্ছেন প্রার্থীরা। শেষ তথ্য পাওয়া পর্যন্ত চেয়ারম্যান পদে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আবদুল ওয়াদুদ পিন্টুসহ ৪ জন মনোনয়ন জমা দিয়েছেন। জেলা নির্বাচন কর্মকর্তা মেসবাহ উদ্দিন জানান, মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন বৃহস্পতিবার বিকাল সাড়ে তিন টা পর্যন্ত জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৫ জন, সাধারণ সদস্য পদে ৪৫ জন ও সংরক্ষিত সদস্য পদে মনোনয়ন পত্র নিয়েছেন ১৮ জন। যার মধ্যে মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে চেয়ারম্যান পদে মনোনয়ন জমা দিয়েছেন নোয়াখালী শহর আওয়ামী লীগের সভাপতি আবদুল ওয়াদুদ পিন্টু, জেলা পরিষদের সাবেক সদস্য আলাবক্স তাহের টিটু ও মুশফিকসহ ৪ জন। সদস্য পদে বেগমগঞ্জ থেকে জহিরুল ইসলাম, মহিন উদ্দিন মহিন, হাতিয়া থেকে মহি উদ্দিন মুহিনসহ মনোনয়ন পত্র নিয়েছেন ৪৫ জন। উল্লেখ্য, চলতি বছরের আগামী ১৭ অক্টোবর অনুষ্ঠিত হবে নোয়াখালী জেলা পরিষদ নির্বাচন। জেলায় মোট ভোটার সংখ্যা ১৩০৬জন, যার মধ্যে পুরুষ ৯৯৮ আর নারী ভোটার রয়েছেন ৩০৮ জন। নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করছেন জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান।
প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]
© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত