ময়মনসিংহ ব্যুরো, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: ময়মনসিংহের গফরগাঁওয়ে ব্যাটারিচালিত অটোরিকশা চাপায় অজ্ঞাতপরিচয় এক বৃদ্ধ (৭৫) নিহত হয়েছেন। এ ঘটনার পর স্থানীয় লোকজন ঘাতক অটোরিকশাটি আটক করতে পারলেও চালক পালিয়ে যায়।
মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) রাত পৌনে ৮টায় গফরগাঁও-ভালুকা সড়কের ধোপাঘাট এলাকায় ব্যাটারিচালিত অটোরিকশা বৃদ্ধকে চাপা দেয়। গুরুতর আহত বৃদ্ধকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তিনি মৃত্যুবরণ করেন । পরে স্থানীয় লোকজন ঘাতক অটোরিকশাটি আটক করতে পারলেও চালক পালিয়ে যায়। স্থানীয় সূত্রে জানা যায়, গফরগাঁও উপজেলার রাওনা ইউনিয়নের ধোপাঘাট এলাকায় অজ্ঞাতপরিচয় ওই বৃদ্ধ চার-পাঁচদিন ধরে ঘুরে বেড়াতেন। বয়স-জনিত কারণে তিনি কিছুটা মানসিক ভারসাম্যহীন ছিলেন। কেউ কিছু দিলে খেতেন না হলে এমনিই ঘুরে বেড়াতেন। মঙ্গলবার রাত পৌনে ৮টার দিকে গফরগাঁও-ভালুকা সড়কের বাচ্চু মেম্বারের বাড়ির সামনে দ্রুতগামী একটি অটোরিকশা বৃদ্ধকে চাপা দিয়ে চলে যায়। পরে স্থানীয় লোকজন উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে গফরগাঁও থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করেন। গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক আহম্মেদ বলেন, ‘খবর পেয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য প্রেরণ করি। এ ঘটনায় মামলা রুজু করা হয়েছে। অটো-চালককে গ্রেফতারের চেষ্টা চলছে। খোঁজ-খবর নিয়ে নিহতের নাম-পরিচয় উদ্ধার করার চেষ্টা চলছে।’
প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]
© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত