মোঃ আশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: চাঁপাইনবাবগঞ্জের সদর থানাধীন চররানীনগর গ্রামে অভিযান চালিয়ে ৫ কেজি হেরোইনসহ একজনকে গ্রেফতার করেছে র্যাব-৫। মঙ্গলবার দিনগত রাত সোয়া ৪টার দিকে রাজশাহীর র্যাবের একটি টিম এ অভিযান পরিচালনা করে। গ্রেফতারকৃতের নাম হুমায়ন কবির (৩৭)। তিনি চররানীনগর এলাকার দামেজ উদ্দিনের ছেলে। দীর্ঘদিন ধরে তিনি মাদক পাচার কারবারের সঙ্গে জড়িত বলে র্যাব জানিয়েছে।
বুধবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব জানান, দীর্ঘদিন যাবৎ একটি মাদক চোরাচালান চক্র আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে সীমান্তবর্তী দুর্গম চর এলাকা থেকে পার্শ্ববর্তী দেশ হতে অবৈধ মাদকদ্রব্য চোরাচালান করে চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহী হয়ে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় পাঠায়। গোপন সন্ধানের ভিত্তিতে র্যাব-৫ তাদের গোয়েন্দা নজরদারি সার্বক্ষণিক পরিচালনা করে আসছিল। এই মাদক চেইনের একজনকে গত ১৩ আগস্ট র্যাব-৫ এর গোয়েন্দা জালে ধরা পড়েছিল। উক্ত চেইনের আর একজন সদস্য হুমায়ন কবির যিনি সরাসরি বিপুল পরিমাণ মাদক সীমান্তে নিজে সংগ্রহ করেছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-৫ এই অপারেশনটি পরিচালনা করে। র্যাব জানিয়েছে, আসামী হুমায়ন স্বীকার করেছে সে মাদক কারবারের সঙ্গে জড়িত। এই চক্রের সদস্যরা সীমান্তের ওপার থেকে কৃষক ও মাঝির ছদ্মবেশে হেরোইন চোরাচালান করে থাকেন। এর আগে বেশ কয়েকবার তারা এই পন্থায় মাদক পাচার করেছে। আসামির বিরুদ্ধে চাঁপাইনবাবগঞ্জ জেলার চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রক্রিয়া চলছে বলে জানায় র্যাব।
প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]
© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত