মোঃ আশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: পৃথক অভিযানে জেলার বিভিন্ন সীমান্ত এলাকা থেকে বিভিন্ন প্রকার মাদক উদ্ধার করেছে রহনপুর ৫৯ বিজিবি সদস্যরা। রহনপুর ৫৯ বিজিবি ব্যাটালিয়ন এর অধিনায়ক লে: কর্নেল মোঃ আমীর হোসেন মোল্লা, পিএসসি এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, নিজস্ব তথ্যের ভিত্তিতে ৩ সেপ্টেম্বর আনুমানিক রাত পৌনে ১২টার দিকে তেলকুপি বিওপির নায়েক মোঃ বদরুদ্দোজা এর নেতৃত্বে টহল দল বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১৮০/৪-এস থেকে ২.৫ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে তেলকুপি এলাকায় অভিযান চালিয়ে মালিক-বিহীন ৪ বোতল বিদেশী মদ এবং ১৯৫ পিস ইয়াবা আটক করতে সক্ষম হয়। যার দাম প্রায় ৬৪ হাজার ৫’শ টাকা। এছাড়া, ৪ সেপ্টেম্বর রাত সাড়ে ৩টার দিকে সোনামসজিদ বিওপির হাবিলদার মোঃ মুন্নু শেখ এর নেতৃত্বে টহল দল বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১৮৫/৬-এস থেকে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে শ্মশানঘাট নামক স্থানে অভিযান পরিচালনা করে মালিক-বিহীন ২২ বোতল বিদেশী মদ এবং ৩৫ বোতল ফেনসিডিল উদ্ধার করতে সক্ষম হয়। যার মূল্য-৪৭ হাজার টাকা। অন্যদিকে, ৪ সেপ্টেম্বর রাত আড়াইটার দিকে চকপাড়া বিওপির নায়েব সুবেদার মোঃ রেনু মিয়া এর নেতৃত্বে টহল দল বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১৮৪/৩-এস থেকে আনুমানিক ৫ গজ বাংলাদেশের অভ্যন্তরে কয়লাবাড়ী মাঠ নামক স্থানে অভিযান চালিয়ে মালিক-বিহীন ১৫৫ গ্রাম হেরোইন উদ্ধার করতে সক্ষম হয়। উদ্ধারকৃত হেরোইন দাম প্রায় ৩ লাখ ১০ হাজার টাকা। উদ্ধার হওয়া হেরোইন, মদ, ইয়াবা, ফেনসিডিল এর ব্যাপারে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করা হয়েছে।
প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]
© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত