মেহেরপুর, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, কোভিড-১৯ মোকাবিলায় বাংলাদেশ বিশ্বে অন্যতম সফল দেশ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে এ সফলতা অর্জন সম্ভব হয়েছে।
সোমবার মেহেরপুরে মুজিবনগর উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনের উদ্বোধন-কালে তিনি একথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, কোভিড-১৯ মোকাবিলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ব্যাপক উদ্যোগ গ্রহণ করেছেন, যা সারা বিশ্বে সমাদৃত ও উচ্চ প্রশংসিত হয়েছে। তাঁর বলিষ্ঠ নেতৃত্ব ও সময়োপযোগী সিদ্ধান্তের কারণে আমরা কোভিড পরিস্থিতি অত্যন্ত সফলতার সাথে মোকাবিলা করতে সক্ষম হয়েছি। ফরহাদ হোসেন আরো বলেন, আওয়ামী লীগের নেতাকর্মীরা এ দেশের জন্য অনেক ত্যাগ স্বীকার করেছে। দেশের মানুষের সুখী-সমৃদ্ধ জীবন নিশ্চিত করার লক্ষ্যে আওয়ামী লীগের নেতৃত্বে মুক্তিযুদ্ধ সংঘটিত হয়। তাই আওয়ামী লীগের নেতাকর্মীদের মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত হয়ে কাজ করতে হবে। প্রতিমন্ত্রী এসময় সকলকে বঙ্গবন্ধুর আদর্শ বুকে ধারণ করে দেশসেবায় আত্মনিয়োগ করার আহ্বান জানান। বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক অনুষ্ঠানে প্রধান অতিথি এবং নির্বাহী সদস্য পারভীন জামান কল্পণা বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]
© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত