মোঃ আশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: শিবগঞ্জে জমিজমা বিরোধের জেরে ছোট ভাই মোজাম্মেলের (৬৫) লাঠির আঘাতে বড় ভাই রুহুল আমিন (৭০) নিহত হয়েছেন। নিহত ব্যক্তি উপজেলার মোবারকপুর ইউনিয়নের লাহাপুর-খড়কপুর গ্রামের মৃত তোজাম্মেলের ছেলে। শুক্রবার দুপুর আড়াইটার দিকে নিজ বসতবাড়িতে এ ঘটনা ঘটে। মোবারকপুর ইউপি চেয়ারম্যান মাহমুদ মিঞা জানান, জমিজমা বিরোধের জেরে ছাদের পানি পড়াকে কেন্দ্র করে দুপুর আড়াইটার দিকে দুই ভাইয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে ছোট ভাই মোজাম্মেলের লাঠির আঘাতে বড় ভাই রুহুল আমিন গুরুতর আহত হন। আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান। ঘটনার সত্যতা নিশ্চিত করে শিবগঞ্জ থানার ওসি চৌধুরী জোবায়ের আহাম্মদ জানান, খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের সদর আধুনিক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহত পরিবারের পক্ষ থেকে থানায় মামলা দায়েরের প্রস্তুতি নেয়া হচ্ছে। যদিও এ ঘটনায় কাউকে আটক করেনি পুলিশ।
প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]
© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত