হেলালী ফেরদৌসী, ঝিনাইদহ জেলা প্রতিনিধি, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: ঝিনাইদহের কালীগঞ্জের উত্তরগাঁও এলাকায় এক শাড়িতে ফাঁস দিয়ে স্বামী-স্ত্রী আত্মহত্যা করেছে। বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে ঝুলন্ত অবস্থা থেকে তাদের লাশ উদ্ধার করেছে কালীগঞ্জ থানা পুলিশ। সত্যতা নিশ্চিত করে কালীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মাজহারুল হক। নিহতরা হলেন, কালীগঞ্জ পৌরসভার উত্তরগাঁও এলাকার মানিক মিয়ার পুত্র ঈমান আলী (৩৫) ও পার্শ্ববর্তী জুগুলী গ্রামের আব্দুল মজিদের কন্যা মিনজু আক্তার (২১)। স্থানীয় সূত্রে জানা গেছে, ঈমান আলী ও তার স্ত্রী মিনজু আক্তার গত রাতে উভয়ে হাতে মেহেদী লাগায়। খাবার খেয়ে প্রতিদিনের মতো ঘুমিয়ে পড়ে। রাতের কোন এক সময় ঘরের আড়ার (ধরনা) সঙ্গে দু’জনে এক শাড়ী পেঁচিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। নিহত স্বামীর আগের সংসারে দুটি কন্যা সন্তান ও স্ত্রীর আগের সংসারে একটি কন্যা সন্তান রয়েছে বলে জানা যায়। নিহতের ছোট ভাই আমান আলী কালীগঞ্জের শীর্ষ মাদক ব্যবসায়ী নামে পরিচিত। সকালে বাড়ীর লোকজন দুজনকেই ঘরের ভেতর ফাঁস লাগানো অবস্থায় ঝুলে থাকতে দেখে পুলিশে খবর দেয়। কালীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মাজহারুল হক বলেন, সকালে ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের কারণে ফাঁস দিয়ে তারা আত্মহত্যা করেছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]
© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত