ইয়াকুব নবী ইমন, নোয়াখালী জেলা প্রতিনিধি, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: মেধা বিকাশে স্কুল-ভিত্তিক দাবা খেলা ছড়িয়ে দিতে বাংলাদেশ দাবা ফেডারেশনের আয়োজনে ‘হয়ে ওঠো আগামীর গ্র্যান্ডমাস্টার’ প্রতিপাদ্যে নোয়াখালীতে শুরু হলো ‘মার্কস একটিভ স্কুল চেস চ্যাম্পস’ শীর্ষক স্কুল দলগত দাবা প্রতিযোগিতা। মঙ্গলবার (৩০ আগস্ট) সকালে নোয়াখালী শহীদ ভুলু ইনডোর স্টেডিয়ামে প্রতিযোগিতার উদ্বোধন পুলিশ সুপার শহিদুল ইসলাম। এসময় আরও উপস্থিত ছিলেন, জেলা দাবা ফেডারেশনের সাধারণ সম্পাদক বাসব সরকার, জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি আহসান উল্লাহ হুমায়ুন। প্রতিযোগিতায় জেলার ৮ উপজেলার ৩০ টি বিদ্যালয়ের ৬২ টি দলের ৩২০ জন শিক্ষার্থী অংশ নেয়। দুইদিনব্যাপী প্রতিযোগিতার আগামীকাল শেষ দিন বিজয়ী তিনটি দলকে পুরস্কৃত করা হবে। প্রতিযোগিতাটি পরিচালনা করছেন আন্তর্জাতিক ফিদে দাবা বিচারক রুমানা ফেরদৌসি।
প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]
© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত