মোঃ আজিজুর রহমান ভূঁঞা বাবুল, ময়মনসিংহ, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: ২ দিনেও খোঁজ মেলেনি ময়মনসিংহের ত্রিশালে ব্রহ্মপুত্র নদের পানিতে ডুবে যাওয়া নিখোঁজ শিক্ষার্থীর। নিখোঁজ শিক্ষার্থী তামিম (১৪) ত্রিশাল সরকারি নজরুল একাডেমীর অষ্টম শ্রেণির ছাত্র এবং ত্রিশাল পৌরসভার ৪ নং ওয়ার্ডের দরিরামপুর এলাকার মৃত কাউসার সিদ্দিক এর ছেলে। সোমবার (০৯ মে) সকাল ৯ টা থেকে দ্বিতীয় দিনের মত ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঊর্ধ্বতন কর্মকর্তার নির্দেশে ব্রহ্মপুত্র নদে তল্লাশি চালিয়ে গেলেও এ রিপোর্ট লেখা পর্যন্ত তার কোন সন্ধান পাওয়া যায়নি বলে সংশ্লিষ্ট ফায়ার সার্ভিসের এক সদস্য জানান। এরও আগে রোববার (০৮ মে) দুপুরের পর থেকে কিশোরগঞ্জ ও গফরগাঁও ফায়ার সার্ভিসের পাঁচ সদস্যের একটি ডুবুরি দল নিখোঁজ শিক্ষার্থীকে উদ্ধার করার জন্য চেষ্টা চালিয়ে ব্যর্থ হন। স্থানীয় সূত্র জানায়,ত্রিশাল উপজেলার কানিহারী ইউনিয়নের বারইগ্রাম এলাকা দিয়ে প্রবাহিত ব্রহ্মপুত্র নদকে স্থানীয়ভাবে মিনি (কক্সবাজার) বলা হয়। নিখোঁজ শিক্ষার্থী তামিম তার সহপাঠী বন্ধুদের সাথে ঘুরতে গিয়ে নদের পানিতে গোসল করার মুহূর্তে ডুবে যায়। এ খবর পেয়ে রোববার (০৮ মে) দুপুরের পর থেকে কিশোরগঞ্জ ও গফরগাঁও ফায়ার সার্ভিসের পাঁচ সদস্যের একটি ডুবুরি দল নিখোঁজ শিক্ষার্থীকে উদ্ধার করার জন্য চেষ্টা চালিয়ে ব্যর্থ হন। পরবর্তীতে সোমবার (০৯ মে) সকাল ৯ টা থেকে দ্বিতীয় দিনের মত ফায়ার সার্ভিসের ডুবুরি দল ব্রহ্মপুত্র নদে তল্লাশি চালিয়ে গেলেও এ রিপোর্ট লেখা পর্যন্ত তার কোন সন্ধান পাওয়া যায়নি বলে সংশ্লিষ্ট ফায়ার সার্ভিসের এক সদস্য জানান। গফরগাঁও ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রাম প্রসাদ পাল এ সত্যতা নিশ্চিত করে জানান,উদ্ধার কার্যক্রম এখনো চলমান রয়েছে।
প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]
© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত