ময়মনসিংহ ব্যুরো, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: ময়মনসিংহের ধোবাউড়ায় স্বামীর বিরুদ্ধে স্ত্রী’র দায়ের করা মামলায় নিজের মেয়েকে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত ধর্ষককে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (২৬ আগস্ট) ধোবাউড়া থানায় মামলা করেছেন ভুক্তভোগীর মা। এর আগে বৃহস্পতিবার (২৫ আগস্ট) রাত ১০টার উপজেলার বাঘবেড় ইউনিয়নের একটি গ্রামে বাবার বিরুদ্ধে মেয়েকে ধর্ষণের অভিযোগ উঠেছে। পরবর্তীতে এই মামলার পর অভিযুক্তকে গ্রেফতার করা হয়। পুলিশ জানায়, মামলার বাদী ঢাকায় গৃহকর্মীর কাজ করেন। এ সুবাদে বাড়িতে পাঁচ মেয়েকে নিয়ে থাকতেন অভিযুক্ত ওই পিতা। বৃহস্পতিবার রাত ১০টার দিকে নিজের ১৪ বছরের ওই কিশোরী মেয়েকে জোরপূর্বক ধর্ষণ করেন তিনি। পরে ভুক্তভোগী বিষয়টি রাতেই বাড়ির অন্য স্বজনদের জানায়। এ ভাবে ঘটনা জানাজানি হলে ভুক্তভোগীর মা ঢাকা থেকে বাড়িতে এসে ধোবাউড়া থানায় বাদী হয়ে স্বামীর বিরুদ্ধে মামলা করেন। ধোবাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) টিপু সুলতান জানান, মামলার পরপরই অভিযুক্ত পিতাকে গ্রেফতার করা হয়েছে। তাকে শনিবার আদালতে পাঠানো হবে। বর্তমানে আসামি থানা হাজতে রয়েছে।
প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]
© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত