মশাহিদ আহমদ, মৌলভীবাজার জেলা প্রতিনিধি, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: মৌলভীবাজারে বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা, মৌলভীবাজার জেলা শাখার উদ্যোগে সিলেট ওসমানী মেডিকেল হাসপাতালে মুমুর্ষ অবস্থায় চিকিৎসাধীন সাংবাদিক আব্দুল বাছিত এর দ্রুত সুস্থতা কামনায় সংগঠনের অস্থায়ী কার্যালয় (মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাব) দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬ আগস্ট) বিকালে বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা, জেলা শাখার সভাপতি মাহমুদুর রহমান এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাংবাদিক মশাহিদ আহমদ এর সঞ্চালনায় আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, সাংবাদিক ও মানবাধিকার-কর্মী জুসেফ আলী চৌধুরী, সংগঠনের যুগ্ম সম্পাদক অঞ্জন প্রসাদ রায় চৌধুরী, এ,বি,এল এ সভাপতি ও সংগঠনের কার্যনির্বাহী সদস্য মোঃ তাওহীদ ইসলাম, জেলা সাংবাদিক কল্যাণ সংগঠন এর সাধারণ সম্পাদক শাহ মোহাম্মদ রাজুল আলী, সাংবাদিক চিনু রঞ্জন তালুকদার, জেলা কমিটির সদস্য এম. এ কাইযুম সুলতান, আব্দুর রহমান রহমত, আরহারব, আফরুজ্জামান, মাওলানা শরীফ আহমদ, লুৎফুল খবীর রাউফু, মোঃ সিফন মিয়া, দুর্নীতি মুক্ত-করণ বাংলাদেশ ফোরাম, জেলা শাখার সাংগঠনিক সম্পাদক আবু তালেব চৌধুরী প্রমুখ। এছাড়াও বিভিন্ন পেশাজীবী ও সুশীল সমাজের নেতৃবৃন্দ ও সংগঠনের সম্মানিত সদস্যবৃন্দ সমূহ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে, সাংবাদিক আব্দুল বাছিত এর দ্রুত সুস্থতা কামনায় বিশেষ মোনাজাত করা হয়। উল্লেখ্য, গত ১৩ আগস্ট উপজেলার উবাহাটা নামক স্থানে সন্ত্রাসীরা সাংবাদিক আব্দুল বাছিত খানকে সন্ত্রাসীরা প্রাণে হত্যার উদ্দেশ্যে কুপিয়ে রক্তাক্ত করে। ডান হাত দেহ থেকে প্রায় বিচ্ছিন্ন । কাঁধে ও পায়ে, তলপেটে গুরুতর জখম-প্রাপ্ত হন। বর্তমানে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে মুমৃর্ষ অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় পর্যায়ক্রমে ৬ জনকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]
© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত