হেলালী ফেরদৌসী, ঝিনাইদহ জেলা প্রতিনিধি, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: ঝিনাইদহ পানি উন্নয়ন বোর্ডের কার্য সহকারী মাহবুব হাসান জনির বিরুদ্ধে ঠিকাদারি কাজ ও নিজেই ঠিকাদারি সিন্ডিকেট পরিচালনার অভিযোগ উঠেছে। শ্রমিক সংগঠনের নেতা হিসাবে তিনি অফিসে দৌরাত্ব চালান। নিজের খেয়াল খুশি মত অফিসে আসেন। বর্তমানেও তিনি কোন ছুটির আবেদন না করেই ঢাকায় অবস্থান করেন ৩ কার্যদিবস। অফিসে তার জন্য বরাদ্দকৃত চেয়ার না থাকলেও মাঝে মাঝে দেখা যায় তিনি উপ সহকারী প্রকৌশলীর চেয়ারে বসে আছেন। পানি উন্নয়ন বোর্ডে আউট সোর্সিংয়ের মাধ্যমে জনবল নিয়োগ ও গাছ লাগানোসহ বিভিন্ন প্রকারের কাজ করছেন মাহবুব হাসান জনি।এই কাজে তিনি সাঈদ নামের এক সহযোগীকে সাইনবোর্ড হিসাবে ব্যবহার করছেন। ঝিনাইদহ পানি উন্নয়ন বোর্ডে জনবল সরবরাহকারী প্রতিষ্ঠান জেমসন্স ট্রেডিং এজেন্সি ২০২১ সালের জুন মাস থেকে জনবল সরবরাহ করে আসছে টেন্ডার আইডি-৬৪২২৯২ এর আওতায়। এই প্রতিষ্ঠান যশোর পানি উন্নয়ন বোর্ডেও জনবল সরবরাহ করছে। এই কাজেরও পার্টনার মাহবুব হাসান জনি। স¤প্রতি ঝিনাইদহ পানি উন্নয়ন বোর্ডের আউট সোর্সিংয়ে নিয়োগ দেওয়া হয় ড্রাইভার ২ জন, পাম্প অপারেটর ২ জন, পরিষ্কারক ৪ জন, গেট অপারেটর ১২ জন এবং খালাসি ৩ জনসহ মোট ২৩ জন।
স¤প্রতি গেট অপারেটর পদে নিয়োগ-কৃত হরিণাকুন্ডু উপজেলার রঘুনাথপুর গ্রামের মোঃ মুস্তাফিজুর রহমানের ছেলে সোহেল রানাকে জেমসন্স ট্রেডিং এজেন্সির মালিক আব্দুল মতিনের স্বাক্ষর জালিয়াতি করে বরখাস্ত করেন মাহবুব হাসান জনি ও তার সহযোগী আবু সাঈদ। একইভাবে আরও ৩জনকে বরখাস্ত করে নতুন ৪ জনকে ১০ লাখ টাকার বিনিময়ে নিয়োগ দেওয়া হয়েছে। যা পরে জেমসন্স ট্রেডিং এজেন্সির মালিক আব্দুল মতিন চিঠি দিয়ে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলীকে তার স্বাক্ষর জালিয়াতির বিষয়ে জানিয়েছেন। আব্দুল মতিনের স্বাক্ষর জাল করে জেমসন্স ট্রেডিং এজেন্সির প্যাডে আবু সাঈদকে চেক উত্তোলনের ক্ষমতাও দেওয়া হয়। যা পরে বাতিল করে পানি উন্নয়ন বোর্ড। সরকারি চাকরি বিধি অনুযায়ী ঠিকাদারি কাজ করা না গেলেও দেদারসে করে যাচ্ছেন মাহবুব হাসান জনি। ঠিকাদারি কাজের কমিশন হিসাবে মেসার্স নগর উন্নয়ন ফার্মের মালিক ইমরান তাকে ঝিনাইদহ পূবালী ব্যাংকের একাউন্ট নং ১৩৭২৯০১০৫৫৬০২ থেকে চেক নং এএস ১০০-সি-৯২৩০১১২ এর মাধ্যমে ১ লাখ টাকা দেন। বর্তমানে মাহবুবুর রহমান জনি মেসার্স ভাই ভাই ট্রেডার্স লাইসেন্সে টেন্ডার আইডি ৬৪১০৮২, মেসার্স চমক এন্টার প্রাইজের লাইসেন্সে টেন্ডার আইডি – ৬৪১০৮০, মেসার্স সেমন্তি ট্রেডার্সকে লাইসেন্সে টেন্ডার আইডি-৩২৩৮১৯ এবং মেসার্স খায়রুল এন্টারপ্রাইজের লাইসেন্সে টেন্ডার আইডি- ৬২৬৮২১ এর কাজ করছেন। আউট সোর্সিংয়ে নিয়োগ-কৃত জনবলের তথ্য চেয়ে প্রতিবেদক তথ্য অধিকার আইনে ঝিনাইদহ পানি উন্নয়ন বোর্ডে আবেদন করলেও তথ্য দিতে গড়িমসি করছেন তথ্য প্রদানকারী কর্মকর্তা। ঝিনাইদহ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রাশিদুর রহমানের কাছে মাহবুব হাসান জনির ঠিকাদারি কাজের বিষয়ে জানতে ফোন দিলে তিনি অফিসে যেতে বলে পরে আর ফোন রিসিভ করেননি। উপ সহকারী প্রকৌশলী বিকর্ণ দাসের কাছে এই বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এই বিষয়ে আমি বক্তব্য দিতে পারবো না। নির্বাহী প্রকৌশলীর কাছে শোনেন। এদিকে জেমসন ট্রেডিং এজেন্সির মালিক আব্দুল মতিন স্বাক্ষর জালিয়াতির ঘটনার সত্যতা স্বীকার করেছেন। তিনি জানিয়েছেন এই বিষয়ে তিনি পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলীকে অভিযোগও দিয়েছেন। দুদকেও অভিযোগ করেছেন।
প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]
© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত