ডিজার হোসেন বাদশা, পঞ্চগড় জেলা প্রতিনিধি, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: পঞ্চগড়ের সীমান্ত অতিক্রম করে ভারতে প্রবেশে করায় গরু চোর সন্দেহে সালাম (৩৫) নামে এক বাংলাদেশী নাগরিককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। দিনের আলোয় ভারতীয় এলাকার সীমান্তের চাবাগান থেকে ওই বাংলাদেশীকে যুবকে ধরে চোর সন্দেহে গণধোলাই দেয় ভারতীয় স্থানীয়রা। সূত্রে জানা যায়, মঙ্গলবার (২৩ আগস্ট) দিনগত গভীর রাতে ভারতের জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ ব্লকের ভারত – বাংলাদেশ সীমান্ত এলাকার চাউলহাটি সংলগ্ন বড়ুয়া পাড়া গ্রামে এ ঘটনাটি ঘটে। নিহত বাংলাদেশি যুবক সালাম পঞ্চগড় সদরের সাতমেরা ইউনিয়নের কাহারপাড়া এলাকার মৃত শহিদুল ইসলামের ছেলে। বিভিন্ন সূত্রে ও ভারতীয় গণমাধ্যমে জানা যায়, ওই বাংলাদেশি যুবক রাজগঞ্জ ব্লকের ভারত – বাংলাদেশ সীমান্ত এলাকার লাগোয়া ১৯৫ ব্যাটলিয়নের চাউলহাটি সংলগ্ন বড়ুয়া পাড়া গ্রামে বুধবার রাত তিনটা নাগাদ দুটি বাড়িতে গরুর চুরি করতে একদল চোরের সাথে ঢুকে। এসময় স্থানীয়রা টের পেয়ে চিৎকার করলে গরু রেখে চোরেরা পালিয়ে যায়। এসময় সীমান্ত লাগোয়া গ্রামে চা বাগানে চোরেরা আশ্রয় নিলে রাত থেকে সকাল পর্যন্ত গ্রামবাসীদের পাহারায় সকালের সূর্যের আলোয় তাকে ধরে স্থানীয়রা। একই সময় গ্রামবাসীদের গণধোলাইয়ের মৃত্যু হয় ওই বাংলাদেশি যুবকের। ভারতের রাজগঞ্জ থানার পুলিশ খবর পেয়ে বিষয়টি তদন্তে নেমেছে। এদিকে বিজিবিও বিষয়টি তদন্ত করে দেখছে বলে জানা গেছে। পঞ্চগড়ের সাতমেরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল ইসলাম রবি জানান, সালাম নামে ওই যুবক একজন গরু ব্যবসায়ী। এ ঘটনায় নিহতের পরিবার মরদেহ দেশে ফিরিয়ে আনতে বিজিবি কাছে সহায়তা চেয়ে একটি আবেদন করেছে। বিজিবি ও ভারতীয় সীমান্ত বাহিনীর (বিএসএফ) সাথে যোগাযোগ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছে। আশা করি সকল প্রক্রিয়া শেষে মরদেহ ফিরিয়ে আনা হবে। এ বিষয়ে বর্ডার গার্ড বাংলাদেশের (৫৬ বিজিবি) সদস্য ও কর্মকর্তাদের সাথে মুঠোফোনে যোগাযোগ করলে ফোনে পাওয়া যায় নি। এদিকে এ রিপোর্ট লিখা পর্যন্ত নিহতের পরিবারের আবেদনে মরদেহে দেশে ফিরিয়া আনার ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]
© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত