জাহিনুর ইসলাম, বিরামপুর প্রতিনিধি, দিনাজপুর, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: দিনাজপুরের বিরামপুরে সমাজ সেবা অধিদপ্তরের আওতায় প্রতিবন্ধী ব্যক্তিদের (পরিচয়পত্র) সুবর্ণ নাগরিক আইডি প্রদান করা হয়েছে। সোমবার (২২ আগস্ট) সকাল দশটায় বিরামপুর উপজেলা চত্বরে উপজেলা নির্বাহী অফিসার পরিমল কুমার সরকার এঁর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ খায়রুল আলম রাজু। উপজেলা সমাজ সেবা অফিসের আয়োজনে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান উম্মে কুলছুম বানু, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের ডিপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ হাবিবুর রহমান হাবিব. বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, সমাজ সেবা কর্মকর্তা মোঃ রাজুল ইসলাম, সাংবাদিক আব্দুল কাফি, রিপন মানিক চৌধুরী প্রমুখ। এ সময় উপজেলার বিভিন্ন ইউনিয়নের জনপ্রতিনিধি, প্রতিবন্ধী ব্যক্তিবৃন্দ, প্রতিবন্ধীদের অভিভাবক ও সমাজ সেবা অফিসের লোকজনসহ আরও অনেকেই উপস্থিত ছিলেন।
প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]
© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত