ইয়াকুব নবী ইমন, নোয়াখালী জেলা প্রতিনিধি, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: নোয়াখালীর চাটখিলে বেপরোয়া গতির বাসের চাপায় এক বাইসাইকেল আরোহীর চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। নিহত মো.জহিরুল ইসলাম (৪৮) চাটখিল উপজেলার দৌলতপুরের মৃত মোজাম্মেল হকের ছেলে। রবিবার (২১ আগস্ট) দুপুর ২টার দিকে উপজেলার সোনাইমুড়ী টু রামগঞ্জ সড়কের হালিমা দিঘীরপাড় ইসলামীয়া হাসপাতালের সামনে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, রোববার দুপুর ২টার দিকে সোনাইমুড়ী টু রামগঞ্জ সড়কের হালিমা দিঘীরপাড় ইসলামীয়া হাসপাতালের সামনে নোয়াখালী গামী জননী পরিবহনের একটি বেপরোয়া গতির বাস বাইসাইকেল আরোহী মো.জহিরুল ইসলামকে চাপা দেয়। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে নোয়াখালী সদর হাসপাতালে প্রেরণ করে। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে বিকেলের দিকে তার মৃত্যু হয়। চাটখিল থানার পরিদর্শক (তদন্ত) হুমায়ুন কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় কেউ থানায় কোনও অভিযোগ করেনি। তবে আহত ব্যক্তিকে ঢাকায় নেয়ার পথে মৃত্যু হয়েছে বলে শুনেছি।
প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]
© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত