ইয়াকুব নবী ইমন, নোয়াখালী জেলা প্রতিনিধি, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: নোয়াখালীর সুবর্ণচরে পানিতে ডুবে মো. মামুন নামে দুই বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে চরক্লার্ক ইউনিয়নের ৪নম্বর ওয়ার্ডের বাংলা বাজার এলাকায় এ ঘটনা ঘটে। মৃত মো. মামুন উপজেলার ৩নং চরক্লাক ইউনিয়নের ৪নম্বর ওয়ার্ডের প্রবাসী ফরিদ মিয়ার বাড়ির শেখ ফরিদের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালের দিকে মামুন পরিবারের সদস্যদের অগোচরে পুকুরের পানিতে পড়ে যায়। এরপর তাকে দীর্ঘক্ষণ না দেখে আশেপাশে খোজাখুজির একপর্যায়ে পুকুর থেকে তাকে উদ্ধার করা হয়। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। চরজব্বার থানার ওসি দেব প্রিয় দাশ জানান, এ বিষয়ে এখন কেউ থানায় অবহিত করেনি।
প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]
© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত