ইয়াকুব নবী ইমন, নোয়াখালী জেলা প্রতিনিধি, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: নোয়াখালীর কবিরহাট উপজেলার রামেশ্বপুর গ্রামের একটি পুকুর থেকে এক যুবকের ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ। মৃত মো.ইয়াসিন (৩২) উপজেলার চাপরাশিরহাট ইউনিয়নের ২নম্বর ওয়ার্ডের রামেশ্বপুর গ্রামের নুরুল হুদা ছেলে। বুধবার (১৭ আগস্ট) স্থানীয় ব্যক্তিদের মাধ্যমে খবর পেয়ে বেলা ১১টার দিকে ওই যুবকের লাশটি উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করে কবির থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.রফিকুল ইসলাম বলেন, বুধবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার রামেশ্বরপুর গ্রামে নাসির মোল্লার বাড়ির পাশের পুকুরের মধ্যে ইয়াছিনের ভাসমান লাশ দেখতে পান স্থানীয় লোকজন। পরে তারা পুলিশকে খবর দেন। এরপর ঘটনাস্থল গিয়ে বেলা ১১টার দিকে ওই লাশটি উদ্ধার করা হয়। ওসি আরও বলেন, নিহতের পরিবার জানিয়েছে ইয়াসিন মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিলে। সে কাউকে কিছু না বলে বিভিন্ন সময় বাড়ি থেকে বের হয়ে বিভিন্ন দিকে চলে যেত। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গতকাল সন্ধ্যায় সে পুকুরের ঘাটে ওজু করতে নেমে পানিতে পড়ে মারা যায়। পরিবারের অভিযোগের ভিত্তিতে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।
প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]
© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত