বিধান দাস, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এঁর ৪৭তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে ঠাকুরগাঁওয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
‘শোক থেকে শক্তির অভ্যুদয়, স্বপ্ন পূরণের দৃঢ় প্রত্যয়’ প্রতিপাদ্যে শনিবার (১৩ আগস্ট) দুপুরে জেলা শিল্পকলা একাডেমি, ঠাকুরগাঁও এর আয়োজনে একাডেমির হলরুমে শিশু-কিশোরদের অংশগ্রহণে চিত্রাঙ্কন, কবিতা আবৃত্তি ও ৭মার্চের ভাষণ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এসময় জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক, জেলা কালচারাল অফিসার সৈয়দ জাকির হোসেন ইমন সহ বিচারকবৃন্দরা উপস্থিত ছিলেন। প্রতিযোগিতায় জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় তিনশত শিক্ষার্থী অংশগ্রহণ করে।
প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]
© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত