আবু জাফর মোহাম্মদ রকিবুল করিম, নান্দাইল প্রতিনিধি, ময়মনসিংহ, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: ময়মনসিংহের নান্দাইলে ঘুমিয়ে থাকা বাবাকে ডেকে নিজেই অটোরিকশায় ব্যাটারি চার্জ দিতে গিয়ে বিদ্যুৎ পৃষ্ট হয়ে আব্দুর রহমান(০৫) নামে এক শিশু নিহত হয়েছে। শনিবার (১৩ আগস্ট) সকাল ৯টার দিকে নান্দাইল উপজেলার মোয়াজ্জেমপুর ইউনিয়নের কামালপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শিশু আব্দুর রহমান উপজেলার মোয়াজ্জেমপুর ইউনিয়নের কামালপুর গ্রামের আবু তাহেরের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, শিশু আব্দুর রহমানের বাবা আবু তাহের অটোরিকশা চালিয়ে সংসার চালান। শুক্রবার রাতে ওই এলাকায় বিদ্যুৎ ছিলো না।। শনিবার সকালে বিদ্যুৎ আসে। কিন্তু এই সময়ে আবু তাহের নিজ ঘরে ঘুমিয়ে থাকায় শিশুটি তার বাবাকে ঘুমের মধ্যে ডেকে বিদ্যুৎ আসার সংবাদ দিয়ে বলে ‘বাবা কারেন্ট আইছে, অটো চার্জ দিতে তাড়াতাড়ি উঠ’। ছেলের ডাক শুনে কিছুটা সজাগ হয়ে আবারও ঘুমিয়ে যায় আবু তাহের। এরই মধ্যে শিশু আব্দুর রহমান নিজেই অটোরিকশায় ব্যাটারি চার্জার লাগাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়। এদিকে নিজ ঘরে ছেলে (আব্দুর রহমান)’র কোনো সাড়া-শব্দ না পেয়ে তার মা অটোরিকশার কাছে গিয়ে আব্দুর রহমানকে মাটিতে পড়ে থাকতে দেখেন। এসময় মায়ের চিৎকারে পরিবারের লোকজন দ্রুত আহত শিশু আব্দুর রহমানকে নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ বিষয়ে নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মিজানুর রহমান আকন্দ জানান, ঘটনাস্থল পুলিশ পরিদর্শন করে শিশুটির পরিবারের কোন অভিযোগ না থাকায় লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।
প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]
© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত