ইয়াকুব নবী ইমন, নোয়াখালী জেলা প্রতিনিধি, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: নোয়াখালীর কোম্পানীগঞ্জে র্যাব-৭ ফেনী অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী হাফিজুর রহমান মিল্লাতকে (৪৮) গ্রেফতার করেছে। এ সময় তার কোল্ড-কর্নার দোকান থেকে ৭০বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।শুক্রবার দুপুরে উপজেলার বসুরহাট হাট পৌরসভার ৪নম্বর ওয়ার্ডের উত্তর বাজার তার বাড়ী থেকে তাকে আটক করা হয়। পরে অভিযান চালিয়ে তার কোল্ড-কর্নার দোকান (মিল্লাদ ষ্টোর) থেকে ৭০ বোতল ফেনসিডিল জব্দ করে র্যাব। গ্রেফতারকৃত হাফিজুর রহমান মিল্লাদ কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট উত্তর বাজার আশ্রাফুল উলম মাদ্রাসা সংলগ্ন পৌরসভা ৪ নং ওয়ার্ডের মেস্ত্ররী বাড়ীর মৃত আবুল হাশেমের ছেলে। সে দীর্ঘদিন ধরে কোল্ড-কর্নার ব্যবসার আড়ালে ফেনসিডিল ব্যবসা চালিয়ে আসছে। র্যাব এর প্রাথমিক জিজ্ঞাসাবাদেও সে মাদক কারবারের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। কোম্পানীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) এস এম মিজানুর রহমান বলেন, এ ঘটনায় আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামরা হয়েছে। ওই মামলায় তাকে শনিবার সকালে বিচারিক আদালতে সোপর্দ করা হবে।
প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]
© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত