বিধান দাস, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: ঠাকুরগাঁওয়ে চলন্ত ট্রেন থেকে দ্রুত নামতে গিয়ে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (১০ আগস্ট) সকালে ঠাকুরগাঁও রোড রেল ষ্টেশনে প্রবেশ-কালে ৭৫৭ দ্রুতযান এক্সপ্রেস ট্রেনে এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবকের নাম আরমান আলী (৩৪)। সে দিনাজপুর রেলওয়ে কলোনির বাসিন্দা মো: ইসলাম আলীর একমাত্র ছেলে। ট্রেনে কাটা পড়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ঠাকুরগাঁও রোড ষ্টেশন মাস্টার মো: আফতারুল ইসলাম ও দিনাজপুর জিআরপি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো: রায়হান। স্থানীয়দের বরাত দিয়ে এসআই রায়হান জানান, সকালে ৭৫৭ দ্রুতযান এক্সপ্রেস ট্রেনটি ঠাকুরগাঁও রোড ষ্টেশনে প্রবেশকালে আরমান আলী দ্রুত ট্রেন থেকে নামতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে।খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে দেওয়া হবে বলেও জানান তিনি।
প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]
© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত