মোঃ আশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন:জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবসহ ১৫ আগস্ট সকল শহীদের রুহের মাগফেরাত কামনায় চাঁপাইনবাবগঞ্জে ২ সহস্রাধিক খতম কোরআনখানীর উদ্বোধন করা হয়েছে। জাতীয় শোক দিবস উপলক্ষে কর্মসূচীর অংশ হিসেবে বুধবার সকালে ১০ আগস্ট থেকে ১৫ আগস্ট পর্যন্ত এই কোরআনখানীর উদ্বোধন করেন জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁন। চাঁপাইনবাবগঞ্জ সার্কিট হাউসে জেলা প্রশাসনের আয়োজনে এই কর্মসূচী উদ্বোধন-কালে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক এমপি আব্দুল ওদুদ, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ রুহুল আমিন, যুগ্ম সম্পাদক অধ্যাপক শরিফুল আলম, পৌর মেয়র মোঃ মোখলেসুর রহমান,দপ্তর সম্পাদক আরিফুর রেজা ইমন, জেলা পরিষদের প্রশাসক আশরাফুল হক, বীর মুক্তিযোদ্ধা আলহাজ এ্যাড. আব্দুস সামাদ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আহমেদ মাহবুব উল ইসলামসহ অন্যরা। উদ্বোধনী কোরআনখানীতে জেলা শহরের বিভিন্ন এলাকার শতাধিক হাফেজ অংশ নেয়। জেলা প্রশাসনের উদ্যোগে জেলার বিভিন্ন দপ্তরের মধ্যে জেলা প্রশাসন ১০০ খতম, জেলা পুলিশ ২০ খতম, সিভিল সার্জন ১২২ খতম, প্রাথমিক শিক্ষা বিভাগ ৩২৫ খতম, মাধ্যমিক শিক্ষা বিভাগ ৩৫০ খতম, সমাজ সেবা অধিদপ্তর ২০০ খতম, এলজিইডি ১৫ খতম, জেলা পরিষদ ১০০ খতম, এনজিও ২১ খতম, চাঁপাইনবাবগঞ্জ, শিবগঞ্জ, রহনপুর ও নাচোল পৌরসভা মোট ৩৫০ খতম, উপজেলা প্রশাসনের উদ্যোগে ইউনিয়ন পরিষদ ও অন্যান্য দপ্তরের সহযোগিতায় ৫০০ খতম, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ডাঃ গোলাম রাব্বানী ৫ খতম। সবমিলিয়ে ১০ আগস্ট থেকে ১৫ আগস্ট পর্যন্ত চাঁপাইনবাবগঞ্জ জেলায় মোট ২১০৮ খতম কোরআন খতম পড়া হবে বলে জানিয়েছে জেলা প্রশাসন। এরই অংশ হিসেবে কোরআনখানীর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]
© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত