মোঃ আশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: জ্বালানী তেলসহ নিত্যপন্যের দাম বৃদ্ধি ও ভোলায় দু’ নেতার নিহতের প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার বেলা সাড়ে ১১টায় বিক্ষোভ মিছিল নিয়ে কৃষকদল, বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা শহরের পাঠানপাড়াস্থ বিএনপি দলীয় কার্যালয়ের সামনে জমায়েত হয়। সেখানে সমাবেশ হয়। চাঁপাইনবাবগঞ্জ জেলা জাতীয়বাদী কৃষকদল আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বিএনপি’র কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও সংসদ সদস্য হারুনুর রশিদ। জেলা কৃষকদলের আহবায়ক ও চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান তসিকুল ইসলাম তসির সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন, বিএনপি নেতা নজরুল ইসলাম, আনোয়ার হোসেন। সমাবেশে প্রধান অতিথি’র বক্তব্যে হারুনুর রশিদ সরকারের কঠোর সমালোচনা করে বলেন, জীবন যদি দিতে হয়,রক্ত যদি দিতে হয় আমরা প্রস্তুত আছি কি,না বলেন। জীবন আর রক্ত ছাড়া এই দেশের স্বাধীনতা ফিরে আসবে না। সুতরাং আমাদেরকে এই অন্যায়,অবিচার,জুলুমের বিরুদ্ধে আমাদেরকে রক্ত দেয়ার জন্য,জীবন দেয়ার শপথ নিতে হবে। প্রতিশোধ নয়,আমরা অঙ্গিকার করছি হারানো গৌরব ফিরিয়ে আনবো,বাংলাদেশের অধিকার ফিরিয়ে আনবো।
জনগণের দুর্ভোগের বিষয় মাথায় না নিয়ে আইএফএম’র শর্ত পূরণ করতে সরকার জ্বালানী তেলের দাম বৃদ্ধি করেছেন। এতে করে কৃষি উৎপাদন খরচসহ কৃষি পণ্যের দাম বৃদ্ধি পাবে এবং জনগণের দুর্ভোগ বাড়বে। তিনি কৃষি উৎপাদন যাতে ব্যাহত না হয় সে লক্ষে কৃষকদের বিনামূল্যে সেচ সুবিধা দেয়ার দাবি জানান।
প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]
© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত