মাসুদ সরকার, ধামইরহাট প্রতিনিধি, নওগাঁ, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: নওগাঁর ধামইরহাট সীমান্তে বিজিবির অভিযানে মাদকদ্রব্যসহ ১ চোরাকারবারি আটক হয়েছে। পত্নীতলা (১৪ বিজিবি) ব্যাটালিয়নের অধিনায়ক লে: কর্নেল মো. হামিদ উদ্দিন, পিএসসি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, ৭ আগস্ট রাত সাড়ে ১২ টার দিকে পত্নীতলা ব্যাটালিয়নের অধীনস্থ কালুপাড়া বিওপির টহল কমান্ডার হাবিলদার মো. ওয়াজেদ আলীর নেতৃত্বে একটি টহল দল উপজেলার সীমান্তবর্তী সাতআনা গ্রামের মাঠে অভিযান চালায়। এ সময় জয়পুরহাট জেলার পাওনামদা গ্রামের মৃত সাত্তার আলীর ছেলে ফারুক হোসেন (৩৫) কে ৭১ বোতল ভারতীয় নিষিদ্ধ ঘোষিত ফেনসিডিলসহ আটক করা হয়। টহল দলের উপস্থিতি টের পেয়ে আরো দুজন চোরাকারবারি মালামাল ফেলে দিয়ে পালিয়ে যায়। ধৃত ও পলাতক আসামিদের বিরুদ্ধে ধামইরহাট থানায় মাদক আইনে একটি মামলা দায়ের পূর্বক আটককৃত মালামাল থানা পুলিশের নিকট হস্তান্তর করা হবে বলে বিজিবি সূত্রে জানা গেছে।
প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]
© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত