ইয়াকুব নবী ইমন, নোয়াখালী জেলা প্রতিনিধি, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল পরিদর্শনের একদিনের ব্যবধানে নোয়াখালীর ভাসানচর থেকে পালিয়ে যাওয়া নারী-শিশুসহ সাত রোহিঙ্গাকে সুবর্ণচর উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের চর আলাউদ্দিন থেকে আটক করা হয়েছে। শুক্রবার ৫ আগস্ট দিনগত রাত ১১টার দিকে তাদের আটক করার পর খবর পেয়ে রাত ২টার দিকে চর জব্বর থানা পুলিশ তাদের উদ্ধার করে থানায় নিয়ে যায়। বর্তমানে তারা পুলিশ হেফাজতে আছেন। আটক রোহিঙ্গারা হলেন, ভাসানচর আশ্রয়ণ কেন্দ্রের ৭০নং ক্লাস্টারের নূর বেগম (২১), খায়রুল আলামিন (২), সাইদুল আমিন (২৫) এবং ৭৩ নং ক্লাস্টারের এরফান উল্যাহ (২২), কুলসুম (২০) ও রবিউল হাসান (২)। শনিবার (৬ আগস্ট) সকালে চর জব্বর থানার অফিসার ইনচার্জ (ওসি) দেবপ্রিয় দাশ রোহিঙ্গা আটকের সত্যতা নিশ্চিত করে জানান, সাত রোহিঙ্গা একসঙ্গে চট্টগ্রাম যাওয়ার উদ্দেশ্যে ভাসানচর হতে দালালের মাধ্যমে পালিয়ে আসে। দালাল চক্র কৌশলে তাদের সুবর্ণচর উপজেলার চর আলাউদ্দিন এলাকায় নামিয়ে দিয়ে পালিয়ে যায়। এরপর শুক্রবার রাত ১১টার দিকে উপজেলার চর আলাউদ্দিন এলাকায় সাত রোহিঙ্গা বিভিন্ন স্থানে ঘোরাফেরা করতে থাকে। স্থানীয়দের সন্দেহ হলে তাদের আটক করে জিজ্ঞাসাবাদ করে। একপর্যায়ে তারা রোহিঙ্গা বলে স্বীকার করে এবং ভাসানচর থেকে পালিয়ে আসে বলে জানায়। দেবপ্রিয় দাশ আরও বলেন, রাতেই আমরা তাদের উদ্ধার করে থানায় নিয়ে আসি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য, বৃহস্পতিবার স্বরাষ্ট্রমন্ত্রী ভাসানচর পরিদর্শনে এসে সাংবাদিকদের বলেছিলেন, কক্সবাজার থেকে ভাসানচরের পরিবেশ অনেক ভালো। তিনি এখনে আরো রোহিঙ্গা আসার জন্য আহবান জানান। কিছু এখানে আসা রোহিঙ্গারা প্রায় সময় পালানোর সময় স্থানীয়দের হাতে ধরা পড়ছে।
প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]
© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত