ফুলপুর, ময়মনসিংহ, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ বলেছেন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম কমান্ডার মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নে আজীবন তৎপর ছিলেন। রবিবার ফুলপুর উপজেলা পরিষদ চত্বরে বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম কমান্ডারের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে ফুলপুর উপজেলা আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এ কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে আব্দুল হাকিম কমান্ডারের নিঃস্বার্থ ভূমিকা জাতি আজীবন কৃতজ্ঞচিত্তে স্মরণ করবে। মুক্তিযুদ্ধ পরবর্তী স্বাধীন বাংলাদেশে মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন এবং বঙ্গবন্ধুর আদর্শ প্রতিষ্ঠিত করতে তিনি আজীবন সংগ্রাম করেছেন। তার এই সংগ্রাম ও আত্মত্যাগ আগামী প্রজন্মের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে। অনুষ্ঠানে ফুলপুর উপজেলা আওয়ামী লীগ এবং এর বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ উপজেলার বিভিন্ন শ্রেণি পেশার বিপুল সংখ্যক লোকসমাগম ঘটে।
প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]
© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত