ঢাকা, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: ৩৮তম বিসিএস (অডিট এন্ড একাউন্টস) ক্যাডারের সহকারী মহা-হিসাবরক্ষকদের বিভাগীয় প্রশিক্ষণ সমাপনী ‘ভ্যালেডিকশন সিরিমনি’ শনিবার ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট একাডেমিতে (ফিমা) অনুষ্ঠিত হয়েছে। ফিমা’র মহাপরিচালক আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি কম্পট্রোলার এন্ড অডিটর জেনারেল (সিএজি) মোহাম্মদ মুসলিম চৌধুরী নবীন কর্মকর্তাদের ভবিষ্যৎ গড়তে দাপ্তরিক নির্দেশ পরিপালনে তৎপর হওয়ার পরামর্শ দেন এবং প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ বিতরণ করেন। কন্ট্রোলার জেনারেল অভ্ একাউন্টস, কন্ট্রোলার জেনারেল ডিফেন্স ফাইন্যান্স, সিনিয়র ডেপুটি কম্পট্রোলার এন্ড অডিটর জেনারেলসহ ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে নবীন কর্মকর্তারা সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন।
প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]
© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত