বিধান দাস, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: ঠাকুরগাঁওয়ের একটি কবরস্থান থেকে ১৯টি কবরের মৃতদেহের কঙ্কাল চুরির ঘটনা ঘটেছে। শনিবার জেলার পীরগঞ্জ উপজেলার পৌর-শহরের পীরডাঙ্গী কবরস্থানে এ ঘটনাটি ঘটে। এলাকাবাসী ফোনে ৯৯৯ এর কলের মাধ্যমে পুলিশে খবর দিলে বিষয়টি জানাজানি হয়। কবরস্থানে কবর দিতে আসা প্রত্যক্ষদর্শী ময়নুল ইসলাম জানান, আমি আমার আত্মীয়ার দাফন সম্পন্ন করার জন্য কবরস্থানে আসি। দাফন সম্পন্ন করে যাবার সময় আমিসহ অন্যান্যরা দেখতে পাই একসাথে অনেকগুলো দাফনের কাপড় পড়ে আছে। আমরা আরো কিছু লোককে ডেকে নিয়ে আসি এবং কাছাকাছি গিয়ে দেখি অনেক গুলি কাফনের কাপড়সহ বিভিন্ন ধরনের কাপড় পড়ে রয়েছে আর পাশের কবর গুলির সবগুলির বেড়া ভাঙ্গা। এছাড়া প্রতিটি কবরই প্রায় খোঁড়া রয়েছে। এভাবে আমরা লক্ষ্য করি যে প্রায় ১৯ টিরও বেশি কবর এভাবে রয়েছে। তখন আমরা ৯৯৯ এ ফোন করে পুলিশকে বিষয়টি অবগত করি। ঠাকুরগাঁও জেলা প্রশাসক মাহবুবুর রহমান এবং পুলিশ সুপার জাহাঙ্গির হোসেন ঘটনাস্থল পরিদর্শন করে জানান, এর আগেও পঞ্চগড়ের বোদা উপজেলায় এ ধরনের একটি ঘটনা ঘটে। এটি নিঃসন্দেহে কঙ্কাল চোর চক্রের কাজ। এ চক্রটি দেশের বিভিন্ন এলাকা থেকে বিপুল পরিমাণ কঙ্কাল চুরি করে মেডিকেল কলেজ এর ছাত্রদের কাছে এবং বিভিন্ন জায়গায় চড়া দামে বিক্রি করে। আমরা এ চক্রটিকে ধরতে আমাদের তদন্ত অব্যাহত রাখবো সেই সাথে কবরস্থানটিকে নজরদারির আওতায় আনার প্রক্রিয়া চলছে।
প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]
© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত