সনজিত কর্মকার, চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: চুয়াডাঙ্গায় দুই মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত হয়েছে। আহত হয়েছেন ১ জন। শনিবার (৩০ জুলাই) দুপুর দেড়টার দিকে শহরের যুব উন্নয়ন অধিদপ্তরের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, চুয়াডাঙ্গা পৌর এলাকার সিরাজুল ইসলামের ছেলে টুনু হোসেন আনন্দ (২৩), নুরনগর কলোনীপাড়ার কিতাব আলীর ছেলে মিঠু (২৩) ও সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়ার শ্রী মনোরঞ্জন হালদারের ছেলে মুক্তা হালদার (২৮)।
খবর পেয়ে চুয়াডাঙ্গা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা তাদেরকে উদ্ধার করে সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক ২ জনকে মৃত ঘোষণা করেন। পরে চিকিৎসাধীন অবস্থায় আরও ১ জনের মৃত্যু হয়। চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. শাপলা খাতুন বলেন, পরীক্ষা-নিরীক্ষার পর দুই জনকে মৃত ঘোষণা করা হয়। আহত দুজনকে চিকিৎসা শেষে ভর্তি হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়। চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ মাহাব্বুর রহমান জানান, দুর্ঘটনায় নিহত ২ জনের মরদেহ ময়না তদন্তের জন্য হাসপাতালের মর্গে রয়েছে।
প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]
© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত