মোঃ আশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: চাঁপাইনবাবগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ৪র্থ তলা বিশিষ্ট নবনির্মিত একাডেমিক ভবনের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টায় প্রধান অতিথি হিসেবে এ ভবন উদ্বোধন করেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মোঃ আবু বকর ছিদ্দীক। বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ রেজাউল করিমের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, রাজশাহী শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর মোঃ হাবিবুর রহমান, রাজশাহী অঞ্চলের মাধ্যমিক ও শিক্ষা দপ্তরের উপ-পরিচালক (ভারপ্রাপ্ত) ড. শরমিন ফেরদৌস চৌধুরী, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট দেবেন্দ্রনাথ উরাঁও প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাসিনুর রহমান। চাঁপাইনবাবগঞ্জ শিক্ষা প্রকৌশল অধিদফতরের তত্বাবধানে ২ কোটি ৭৩ লাখ টাকা ব্যয়ে এ একাডেমিক ভবনটি নির্মাণ করা হয়েছে। শেষে প্রধান অতিথি বিদ্যালয় চত্বরে বৃক্ষরোপণ করেন।
প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]
© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত