মোঃ আশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কানসাটে বঙ্গবন্ধু লাইভ ম্যাংগো মিউজিয়াম পরিদর্শন করেছেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব আবু বকর ছিদ্দীক। তিনি বৃহস্পতিবার সকালে পরিদর্শনে এসে বঙ্গবন্ধু লাইভ ম্যাংগো মিউজিয়ামের বিভিন্ন দিক ঘুরে দেখেন। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট দেবেন্দ্র নাথ উরাঁও, সচিবের একান্ত সচিব শেখ হাফিজুর রহমান, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী, ডিডি ও জেলা শিক্ষা কর্মকর্তা আবদুর রশিদসহ শিক্ষা বিভাগের অন্যান্য কর্মকর্তারা। এর আগে বঙ্গবন্ধু লাইভ ম্যাংগো মিউজিয়ামের প্রধান ফটকের সামনে সচিবকে ফুল দিয়ে অভ্যর্থনা জানান উপজেলা নির্বাহী আবুল হায়াত ও সহকারী কমিশনার (ভূমি) জুবায়ের হোসেন।
প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]
© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত